Site icon Jamuna Television

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোস্তাফিজুর বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানায়, সোমবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো মোস্তাফিজুর বাড়ির পাশেই এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। বাড়িতে ফেরার পথে বৃষ্টির মধ্যে পা পিছলে স্কুল ব্যাগসহ ডোবার ভেতর পড়ে যায় মোরশেদ। যথাসময়ে সে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে দুপুরে ডোবা থেকে মৃত অবস্থায় মোরশেদের মরদেহ উদ্ধার করা হয়।

বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া বলেন, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডোবার পানিতে ডুবে মোরশেদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে কাঁচা সড়ক থেকে পিছলে ডোবায় পড়ে যায় মোরশেদ। সাতার না জানায় তার মৃত্যু হয়েছে।

/এএম   

Exit mobile version