Site icon Jamuna Television

সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৯ মে) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, কেউ যদি বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তা হতে দেয়া হবে না। যারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে বিচারকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

এসময় সাম্য হত্যার বিচারও দাবি করেন তারা। তারা সাম্য হত্যার বিচারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

/এসআইএন

Exit mobile version