Site icon Jamuna Television

বাংলাদেশকে ২ উইকেটে হারালো আমিরাত

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬ রানের টার্গেট ১ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

শারজায় দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। মাত্র ২৫ বলে ফিফটি তুলে তানজিদ তামিম ফেরেন ব্যক্তিগত ৫৯ রানে। দলীয় ৯০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রান করে আউট হন লিটন দাস। এরপর তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ আর জাকের আলীর ৬ বলে ১৮ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ইউএইর দুই ওপেনার মোহাম্মদ জোয়াইব ও মোহাম্মদ ওয়াসিম। দুজনের দাপুটে ব্যাটিংয়ে ১০ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ১০৭ রান। ২৫ বলে ফিফটি তোলেন ওয়াসিম। ১১তম ওভারের প্রথম বলে ৩৮ করে আউট হন জোয়াইব, ২ রান করে ফেরেন রাহুল চোপড়া। আসিফ খানকে নিয়ে এরপর ওয়াসিম গড়েন ৪১ রানের জুটি। ৪২ বলে ৮২ রানে ওয়াসিম আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। যদিও আরব আমিরাত ব্যাটারদের কিছু ছোট কিন্তু কার্যকরী ইনিংসে জয় পায় তারা।

/এসআইএন

Exit mobile version