Site icon Jamuna Television

রাজধানীতে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্য গ্রেফতার

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ৪টি অবৈধ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও ২৮টি গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ মে) ভোরে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান এখনও চলমান রয়েছে।

/এএস

Exit mobile version