Site icon Jamuna Television

গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেই খাদ্য, পানি ও মৌলিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। গাজাবাসী, বিশেষত শিশু ও চিকিৎসাকর্মীরা চরম অপুষ্টি ও ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিসান ওয়াদা। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গাজার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে ওয়াদা বলেন, ‘ইসরায়েল ৭৭ দিন ধরে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে। আমি গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার, নার্স, সিভিল ডিফেন্সের কর্মীরা—সবাই একই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছেন। আমরা অপুষ্টিতে ভুগছি, পরিবারগুলো বাস্তুচ্যুত, আর আমরা খালি হাতে ইসরায়েলকে মোকাবেলা করছি।’

ওয়াদা আবেদন করেন, ‘আমরা শুধু বাঁচতে চাই। বিশ্ব আমাদের দিকে তাকাক—এই অবরোধ ও নিষ্ঠুরতা বন্ধ হোক। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছানোই এখন একমাত্র আশা।’

/এআই

Exit mobile version