Site icon Jamuna Television

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ধরিয়ে দিতে পারলে ১০ মিলিয়ন ডলার বাউন্টি ঘোষণা

মার্কিন পররাষ্ট্র দফতর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গ্রুপের লাতিন আমেরিকায় কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অর্থ পাচার, মাদক পাচার, জাল ডলার উৎপাদন, অবৈধ হীরা ও তেল পাচারসহ বিভিন্ন আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে পারলে দেয়া হবে এই পুরস্কার।

বিশেষভাবে ত্রি-সীমান্ত অঞ্চল (প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তবর্তী এলাকা) এর ওপর ফোকাস করা হয়েছে বলে বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।

এছাড়াও তথ্যদাতা পুরস্কারের পাশাপাশি নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগ পেতে পারেন। মার্কিন পররাষ্ট্র দফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লিখেছে, ‘হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে জানলে আমাদের সাথে যোগাযোগ করুন। পুরস্কার ও স্থানান্তরের সুযোগ দেয়া হবে।’

উল্লেখ্য, লাতিন আমেরিকায় হিজবুল্লাহর কার্যক্রম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। ১৯৯০-এর দশক থেকে ত্রি-সীমান্ত অঞ্চলে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। এই পদক্ষেপটি হিজবুল্লাহর আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে ব্যাহত করার মার্কিন কৌশলের অংশ।

/এআই

Exit mobile version