সিলেট-রংপুরে থেমে থেমে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

|

সিলেটে বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়

সিলেট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এসব জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাড়ছে নদ-নদীর পানিও। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষজন।

সিলেটে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর বলছে, সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত ৩ ঘণ্টায় একশ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে শহরের মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা, বালুচরসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। পানি ঢুকেছে বাসাবাড়িতেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

রংপুরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কামারপাড়া, দেওডোবা, খলিফা পাড়া, মূলাটোলসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির ফলে শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠেছে। শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

এছাড়া, তিস্তা, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীরও পানি বাড়ছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ফসলী জমি তলিয়ে গেছে। বাদাম, ভুট্টা, বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply