শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

|

রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাব উদ্দিন মোল্লার বিরুদ্ধে।

এ ঘটনায় আজ মঙ্গলবার (২০ মে) সকালে রমনা মডেল থানায় বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।

শিক্ষকরা জানান, সকালে স্কুলটির প্রধান শিক্ষক জোরপূর্বক সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিতে চাইলে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে শারীরিকভাবে তাকে লাঞ্চিত করা হয় বলে অভিযোগ তার। একপর্যায়ে ওই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়লে কাকরাইলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষক। এরপর বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি, ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আজমল হোসেনের কাছে মৌখিক অভিযোগ করেন শিক্ষকরা।

তবে লাঞ্ছিতের ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাব উদ্দিন মোল্লাকে টেলিফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply