Site icon Jamuna Television

ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান

গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৭ মে) কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন।

প্রতিষ্ঠানটির সদস্যদের দাবি, এটি গাজার ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ।

চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কো-অপ তাদের দোকান থেকে ইসরাইলি সব পণ্য ফেলে দেবে।

কো-অপ তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময়ই আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলে অবৈধ্য বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে।

/এআই

Exit mobile version