Site icon Jamuna Television

ভূতের গলিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, থানায় মামলা

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (১৮ মে) রাতের ওই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে চলছে দ্বন্দ্ব। এর জেরেই রোববার রাতে বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নাকে সেন্ট্রাল রোডের ভুতের গলির মুখে কোপানো হয়ে থাকতে পারে। যুবদল কর্মী এমসি শুভর নেতৃত্বে চলে হামলা। সিসিফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মুন্নার বোন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন।

এদিকে, সোমবার রাতে রাজধানীর আদাবরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ৫-৭ জনের একটি দল ধারালো অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় তার কাছে থাকা মূল্যবান জিনিস।

উল্লেখ্য, গত চার মাসে রাজধানীতে দেড় শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা অন্তত ৮২টি। পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে নগরীতে।

/এএম

Exit mobile version