Site icon Jamuna Television

‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না’

শারজায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬ রানের টার্গেট ১ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

ওই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে গ্যালারিতে বসে এক সমর্থক হাতে ধরা প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরলেন। প্ল্যাকার্ডটিতে ইংরেজি ভাষায় লেখা কিছু বার্তা যার মানে ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না’।

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। নিজের দলের হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। তবে, টাইগারদের কখনও হতাশ করেনি সমর্থকরা। শারজায় এই দর্শক যেন সেই বার্তাই দিচ্ছেন। কারণ— বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত হিসেবে তিনি খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন। যেমন: আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জেতার গল্প। ১৯৮৬ সালে ‘মারাডোনার এবং মেক্সিকো’ ইতিহাসের পর অনেক সমর্থকই আশা করেছিলেন আর্জেন্টিনা খুব দ্রুত তৃতীয়বার বিশ্বকাপ পাবে। কিন্তু ভক্তদের অপেক্ষা করতে হয়েছে ৫-১০ বছর নয়; টানা ৩৬ বছর!

এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক ভক্তই তরুণ থেকে হয়েছেন প্রবীণ। ঠিক তেমনি, বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপ জিতবে এবং অপেক্ষার পালাও শেষ হবে, ততদিন বাংলাদেশের এই ভক্ত বিয়ে করবেন না; এমনটাই করেছেন পণ!

/এআই

Exit mobile version