Site icon Jamuna Television

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৩ আবাসিক হলের নাম পরিবর্তন

পাবনা প্রতিনিধি:

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, শেখ রাসেল ছাত্রাবাসের নাম ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের নাম ‘আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস’ এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) হলগুলোর নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, হলগুলোর সুপার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ প্রমুখ।

/এএম

Exit mobile version