Site icon Jamuna Television

বার্সেলোনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন ‘নতুন মেসি’?

‘নতুন মেসি’ লামিনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার নতুন নাম্বার টেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই স্প্যানিশ তারকার গায়েই উঠতে যাচ্ছে দশ নম্বর জার্সি।

২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সেলোনার হয়ে ১০ জার্সি পরে মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি। ২০২১ সালে তিনি পিএসজি পাড়ি জমালে এই জার্সির ভার তুলে দেয়া হয় তরুণ আনসু ফাতির কাঁধে। শুরুটা আশাব্যঞ্জক হলেও চোট আর ধারাবাহিকতার অভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই তরুণ ফুটবলার।

তবে এবার সেই জার্সি পেতে যাচ্ছে যোগ্য দাবিদারকে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মৌসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল, মেসির সঙ্গে যার তুলনা দেয়া হয়।

এবার বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ক্লাবের হয়ে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা জয়ের কৃতিত্ব আছে এই বিস্ময় বালকের। দারুণ নৈপুণ্যে ইয়ামালই হতে পারেন বার্সার পরবর্তী মেসি।

/এএম

Exit mobile version