Site icon Jamuna Television

ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে বিচার চাইলেন নারী ক্রিকেটার

ক্রিকেটার রুমানা আহমেদ। ফাইল ছবি

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিকমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ লিখে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও আবারও বাদ পড়েন। গত তিন বছর ধরে কোনো দলেই সুযোগ পাননি এই টাইগ্রেস অলরাউন্ডার। এবার ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ এনে এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ন্যায়বিচার চাইলেন তিনি।

মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন দাবি করেন ক্রিকেটার রুমানা।

খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লেখেন, বিসিবির সম্মানিত অভিভাবকগণ। আমি খেলি কিংবা না খেলি, এই অনৈতিকতা ও অরাজকতা চলতে পারে না। দয়া করে নির্দিষ্ট করে কিছু বলুন। কোনো কারণ ছাড়াই তিন বছর (না খেলানো) মজার কিছু নয়!

রুমানা আরও যোগ করেন– আমার রেকর্ড বলছে, আমি বাজে ক্রিকেট খেলি না এবং অনৈতিক কিছুও করিনি। সিনিয়রিটি কখনও অভিশাপ হতে পারে না। আমার উজ্জ্বল ক্যারিয়ার ধংসের পেছনে যারা জড়িত, তাদের বিচার করতেই হবে।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুমানার। ফিটনেস ইস্যু টেনে বছর তিনেক আগে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। এরপর আর সুযোগ পাননি বাংলাদেশ নারী দলের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

/এএম

Exit mobile version