Site icon Jamuna Television

কাকরাইলে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার: মালিকের বাড়ি বিক্রি করে মেটানো হবে পাওনা

বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করা গার্মেন্টস শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস-এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কার্যদিবসের মধ্যে পরিশোধ করা হবে এমন ঘোষণার পর তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এর আগে, আজ মঙ্গলবার (২০ মে) সকালে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন। পরে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকরা জানান, গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেড দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশিরভাগ কর্মীরা টানা তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি। এছাড়াও, বিভিন্ন দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না তারা। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিকরা তখন আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। এ সময় বেতন-ভাতা পরিশোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা।

/এমএইচ

Exit mobile version