Site icon Jamuna Television

ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল করলেন ট্রাম্প

ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়,

এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ বিলিয়ন ডলারের অনুদান ও চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, ইহুদিবিদ্বেষের অভিযোগের যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড প্রশাসন। এছাড়া ভর্তি সিদ্ধান্তের ক্ষেত্রে জাতিগত বিবেচনা ও ইহুদিবিরোধী বৈষম্যের প্রতি সহনশীলতার অভিযোগ করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করা হয়।

তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের ফলে সম্পূর্ণ খরচ বহন করতে পারবে না।

উল্লেখ্য, এ মাসের শুরুতে একজন কট্টর ইহুদি শিক্ষার্থীর দায়ের করা হাইপ্রোফাইল মামলা নিষ্পত্তি করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 

/এআই

Exit mobile version