Site icon Jamuna Television

বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানচেস্টার সিটি

ইত্তিহাদে কেভিন ডি ব্রুইনার বিদায়ী ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই আট মাস পর দলে ফিরলেন রদ্রি।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের শীর্ষে অবস্থান করছে দলটি।

ওমর মারমুশের অসাধারণ গোলে পেপ গার্দিওলার দল শুরুতেই লিড পায়, কিন্তু ডি ব্রুইন পাঁচ গজ দূর থেকে ক্রসবারে আঘাত করে গোলের ব্যবধান কমিয়ে দেন।

বিরতির আগেই বার্নার্ডো সিলভা সিটির ব্যবধান দ্বিগুণ করে দেন। যদিও দ্বিতীয়ার্ধে মাতেও কোভাচিচের লাল কার্ড পাওয়া, সিটিকে পথভ্রষ্ট করার হুমকিতে ফেলে দেয়। কিন্তু ৭৩ মিনিটে প্রতিপক্ষের লুইস কুক লাল কার্ড দেখলে দুই দলের খেলোয়াড় দাঁড়ায় দশ জনে।

রদ্রি বেঞ্চ থেকে ফিরে আসার পর নিকো ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর স্টপেজ টাইমে ড্যানিয়েল জেবিসন চেরিদের জন্য সান্ত্বনামূলক একটি গোল করেন।

সিটি এখন জানে যে রোববার ফুলহ্যামের বিপক্ষে জয় তাদের পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দেবে। যদিও ড্র করাই যথেষ্ট, কারণ অ্যাস্টন ভিলার তুলনায় তাদের গোলের পার্থক্য অনেক বেশি, যারা ষষ্ঠ স্থানে দুই পয়েন্ট পিছিয়ে আছে।

/এএইচএম

Exit mobile version