Site icon Jamuna Television

রাতে সিরিজ জয়ের লক্ষ্যে আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২১ মে) শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুই ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবির প্রস্তাবে এমিরেটস ক্রিকেট সবুজ সংকেত দেয়ায় খেলা হচ্ছে বাড়তি এক টি-টোয়েন্টি। পাকিস্তান সফরের পূর্বপ্রস্তুতি ও আগের ম্যাচে হারের পর শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন।

অপরদিকে, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কিছু ভুলে ২ উইকেটে হেরে যায় টাইগাররা।

এর আগে, টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল টাইগাররা।

/এএইচএম

Exit mobile version