Site icon Jamuna Television

রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস

প্লে অফে যাওয়ার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস।

বুধবার (২১ মে) স্থানীয় সময় রাত ৮টায় খেলাটি অনুষ্ঠিত হবে। শেষ চারে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ফিজদের সামনে।

টেবিলের পাঁচে থাকা দিল্লির ১২ ম্যাচে সংগ্রহ ১৩ পয়েন্টক। বিপরীতে সমান ম্যাচে মুম্বাইর পয়েন্ট ১৪। দুই দলের সামনেই আছে প্লে অফে খেলার বড় সুযোগ। তবে আগের ম্যাচে গুজরাটের কাছে হারের পর সুতোয় ঝুলছে দিল্লির প্লে অফে খেলার ভাগ্য। মুম্বাইর বিপক্ষে জিতলেও তাকিয়ে থাকতে হবে পয়েন্টস টেবিলের ওপর। তবে হেরে গেলে বিদায় নিশ্চিত হবে টুর্নামেন্ট থেকে।

অপরদিকে, এবারের আসরে মোস্তাফিজের খেলা প্রথম ম্যাচে গুজরাটের কাছে ১০ উইকেটে হেরেছে দিল্লি। উইকেটশূন্য থাকলেও ৩ ওভারে ২৪ রান দিয়ে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন ফিজ।

/এএইচএম

Exit mobile version