Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, দলে নেই বাবর-রিজওয়ান-শাহিন

সালমান আলী আঘাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।

দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন শাদাব খান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রস্তাবে সেটি এখন হবে তিন ম্যাচের সিরিজ।

এদিকে পিএসএলের কারণে নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজটি শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সূচি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল।

/এসআইএন

Exit mobile version