Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের কারণেই তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

তবে জিম ম্যাটিসের পদত্যাগ এখনই কার্যকর হচ্ছে না। আগামী ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পদত্যাগ গৃহীত হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান ট্রাম্প।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের সাথে বিরোধের জেরেই এ সিদ্ধান্ত, প্রেসিডেন্টের উদ্দেশ্যে দেয়া পদত্যাগ পত্রে স্পষ্ট ইঙ্গিত দিলেন জিম ম্যাটিস।

তিনি লেখেন, “আপনার অধিকার রয়েছে, এমন একজন প্রতিরক্ষামন্ত্রী বেছে নেয়ার, সব বিষয়ে যার মতামত আপনার সাথে মিলবে। আমারও অধিকার রয়েছে পদ থেকে সরে দাঁড়ানোর।” যদিও এক টুইটবার্তায় প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প।

একদিন আগেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। তবে, আইএস পুরোপুরি নির্মূলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে দীর্ঘ সময় নেয়া প্রয়োজন বলে মত দেন ম্যাটিস।

Exit mobile version