Site icon Jamuna Television

রাতে ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনাল

উয়েফা ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনালে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচ শুরু হবে রাত ১টায়।

চলতি মৌসুমে নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেনি ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে রুবেন আমোরিমের ইউনাইটেড রয়েছে এখন ১৬ নম্বরে। অন্যদিকে, টটেনহ্যামের অবস্থান সতেরোতে।

ইউরোপা লিগের এমন ফাইনাল এক নতুনত্বের স্বাদ নিয়ে এসেছে। কারণ, ইতিহাসে প্রথমবারের মতো এবারই দুটো লো র‍্যাঙ্কড দল মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াইয়ে। তাই দুই ফাইনালিস্ট প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনাতেই বিদ্ধ হচ্ছে বেশি।

টেবিলের তলানিতে থাকলেও ইউরোপার ফাইনালে শিরোপা জয়েই চোখ দু’দলের। পাশাপাশি ট্রফি খরা ঘুচিয়ে মৌসুম শেষ করার সুযোগ দু’দলের সামনে। যা তাদের আগামী মৌসুমে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে।

চলতি মৌসুমে মুখোমুখি তিন দেখায় স্পার্সদের বিপক্ষে জয়ের দেখা পায়নি ম্যানইউ। আজ টটেনহাম জিতলে নাম লেখাবে এভারটনের পাশে, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।

শিরোপার মঞ্চে জয়ী দল সুযোগ পাবে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার।

/এএম

Exit mobile version