স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে অনেক কার্যক্রম গ্রহণ করেছে ‘অনিতা-স্যামসন’ ট্রাস্ট। বুধবার (২১ মে) তার ছেলে ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তপন চৌধুরী বলেন, বাবার জন্মশতবর্ষ উপলক্ষ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে ‘অনিতা-স্যামসন ট্রাস্ট’ গঠন করা হচ্ছে। এই ট্রাস্টের আওতায় একটি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সবাই যাতে স্বল্পব্যয়ে স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতিতে স্কয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিডিপিতে প্রত্যক্ষভাবে ০.৫ শতাংশ ও পরোক্ষভাবে ৩.৫ শতাংশ অবদান রাখছে স্কয়ার। রাজস্বের ক্ষেত্রে টাকার পরিমাণে যা প্রায় দুইহাজার ৫০০ কোটি টাকা।
ওষুধের দাম প্রসঙ্গে তিনি বলেন, এতদিন স্বল্পোন্নত দেশ হিসেবে যেকোনও প্যাটেন্টের প্রোডাক্ট তৈরি করা যেত। তবে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণ ঘটলে একটা বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু বর্তমানে ফার্মাসিউটিক্যালস সেক্টরে সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত। তাৎক্ষনিকভাবে কোনও বড় সমস্যা হবে না।
বিদেশে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কেনিয়াতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটা ফ্যাক্টরি রয়েছে। সেখানে স্কয়ার ভালো করছি। এভাবে নিজস্ব আয়কৃত বৈদেশিক মুদ্রা থেকেই স্কয়ার অন্যান্য দেশেও বিনিয়োগ করতে চায়।
প্রসঙ্গত, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ -এ ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সামিটে ‘লোকাল ইনভেস্টমেন্ট’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।
/এমএইচ/আরএইচ
Leave a reply