Site icon Jamuna Television

বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই: খলিলুর রহমান

অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া তার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই।

বুধবার রাজধানীতে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার আমেরিকান কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই।

তিনি আরও বলেন, আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।

/এটিএম

Exit mobile version