Site icon Jamuna Television

আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টের আদেশ বহাল

প্রতীকী ছবি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, এই দু’স্থানে হাট বসাতে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলে সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় ইজারাদাররা। আজ উভয়পক্ষের শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের আদেশটি বহাল রইলো বলে জানান আইনজীবীরা।

/এমএইচ

Exit mobile version