Site icon Jamuna Television

এক ফিফটিতেই ২৯ ধাপ এগোলেন তানজিদ

টি-টোয়েন্টির সবশেষ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পান বাংলাদেশ দলের এই তরুণ ওপেনার।

দল হারলেও ব্যক্তিগতভাবে ঝরো ইনিংস খেলার পুরস্কার পেলেন তানজিদ হাসান। সেদিন তিনি ৩৩ বলে তিন চার আর দুই ছক্কার সাহায্যে ৫৯ রান করেন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ২৯ ধাপ এগিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার অবস্থান এখন ৯৮ নম্বরে।

আজ বুধবার (২১ মে) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের।

প্রথম ম্যাচে স্রেফ ১৭ রান দিয়ে ২ উইকেট নেয়া ফিজের অবস্থান এখন ২৫তম।

দুই ম্যাচে মোট ৩ উইকেট নিয়ে তানজিম আছেন ৪০ নম্বরে। আর দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের দেখা পাওয়া শরিফুল এখন ৭৬তম স্থানে।

ব্যাটারদের মধ্যে দুই ম্যাচে যথাক্রমে ৩১ রান করে ৬ ধাপ এগিয়েছেন জাকের আলি। এই উইকেটকিপার ব্যাটারের অবস্থান এখন ৮২ নম্বরে। যথাক্রমে ১১ ও ৪০ রান করা অধিনায়ক লিটন দাশ এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে।

তাওহিদ হৃদয়েরও উন্নতি হয়েছে এক ধাপ। দুই ম্যাচে ২০ ও ৪৫ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে।

টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতীয় হার্দিক পান্ডিয়া।

/এএম

 

Exit mobile version