‘হেরা ফেরি ৩’ থেকে সরে যাওয়ায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ের প্রযোজনা সংস্থা। একে সমালোচকরা দুই অভিনেতার বন্ধুত্বে ফাটল হিসেবেই মনে করছেন।
জানা গেছে, পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার মামলা হতে চলেছে। অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’-এর তরফে পরেশকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি, ‘হেরা ফেরি ৩’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা, শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়েছে পরেশের বিরুদ্ধে।
গত সপ্তাহেই পরেশ জানিয়ে দিয়েছিলেন, তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসাবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন, তার ভাল লাগছে না কাজ করতে। আর তার পরেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে।
হেরা ফেরি’ ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তার প্রযোজনায় তৈরি হচ্ছিল।
অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোন মতবিরোধ ঘটেনি তার সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলেন পরেশ এই ছবির জন্য।
/এটিএম
Leave a reply