Site icon Jamuna Television

সাম্যের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কাল শাহবাগে অবস্থান কর্মসূচি ছাত্রদলের

ঢাবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদ ও ঘাতকদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শাহবাগ ও ইন্টার কন্টনেন্টাল মোড়ে এই কর্মসূচির পালিত হবে।

ছাত্রদলের দফতর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সকল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

/এটিএম

Exit mobile version