Site icon Jamuna Television

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের ২০ জনের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দল

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে অবস্থান করছিলেন প্রতিনিধিরা। স্থানীয় সময় দুপুর ২টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হঠাৎ শুরু হয় গোলাগুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছোটাছুটি শুরু করেন কূটনীতিকরা। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অনুমোদিত রুট ব্যবহার না করায় সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। যদিও পরবর্তীতে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশও করে তেলআবিব।

/এএইচএম

Exit mobile version