ঝড়-বৃষ্টিতে ধসে পড়লো প্রাচীর, কেড়ে নিলো ছোট্ট বিথির প্রাণ

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে প্রাচীর ধসে বিথি খাতুন (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে।

নিহত বিথির চাচাতো ভাই হালিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির টিউবওয়েলে হাত-পা ধুচ্ছিল বিথি। এ সময় কালো মেঘে ঢেকে যায় আকাশ। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারিবর্ষণ শুরু হলে বাড়ির পুরোনো ও দুর্বল প্রাচীরটি বিকট শব্দে ধসে পড়ে বিথির ওপর। ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়ে সে।

এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে বনপাড়ায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক বিথিকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ঝড়ে প্রাচীর ধসে শিশুমৃত্যুর খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply