Site icon Jamuna Television

চুক্তি নবায়ন, বার্সা ডাগআউটে আরও দুই মৌসুম হ্যান্সি ফ্লিক

দারুণ এক মৌসুম কাটানোর পর হ্যান্সি ফ্লিকের সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চলতি মৌসুমে দলকে লা লিগা ও কোপা দেল রেসহ ঘরোয়া ফুটবলে তিনটি শিরোপা জিতিয়েছেন ফ্লিক।

বার্সেলোনায় যোগ দেয়ার পর গত বছরের শেষটা কিছুটা এলোমেলো হলেও এই বছরের ক্লাবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর দলটি ঘরে তোলে লা লিগা ও কোপা দেল রে শিরোপা।

চলতি মৌসুমে মোট চারটি ক্লাসিকোয় নেমে সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে বার্সা। ফ্লিকের হাত ধরে এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে ছিল কাতালানরা। তবে সেমি-ফাইনালে রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেয় দলটি।

বার্সেলোনার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, হ্যান্সি ফ্লিক তার প্রথম মৌসুমেই বার্সেলোনা সমর্থকদের আশার আলো দেখিয়েছেন। দলকে বিশ্বাসের জায়গায় নিয়ে গেছেন, অসাধারণ কিছু প্রত্যাবর্তনের সাক্ষী করেছেন এবং শিরোপা এনে দিয়েছেন। তার অধীনে বার্সা আবার ইউরোপের বড় হুমকিতে পরিণত হয়েছে।

আগামী রোববার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে বার্সেলোনা। সেই ম্যাচের পরই চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা থাকলেও, তার আগেই ক্লাবটি নিশ্চিত করেছে আগামী আরও দুই বছর বার্সার ডাগআউটে ফ্লিকের অবস্থান করার খবরটি।

উল্লেখ্য, ৫৪ ম্যাচে ৪৩ জয় তুলে নিয়েছেন ফ্লিক। জয়ের হার ৭৩ শতাংশ, যা লুইস এনরিকের পর অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি।

/এমএইচআর

Exit mobile version