Site icon Jamuna Television

যার হাতে অস্ত্র থাকে, তার বিচারিক ক্ষমতা লাগে না: নির্বাচন কমিশনার

বিচারিক ক্ষমতা মুখ্য নয়, ভোটের সময় সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর কার্য্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, যার হাতে অস্ত্র থাকে তার বিচারিক ক্ষমতা লাগে না। সেটি সংবিধানের সাথেও স্ববিরোধী।

শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কমিশনারের মতে, পর্যাপ্ত ক্ষমতা নিয়েই মাঠে নামবে সেনাবাহিনী। যে কোন ব্যক্তিতে আটক এবং সহিংসতা প্রতিরোধে গুলি চালাতে পারবে। পরে ম্যাজিষ্ট্রেট বিষয়টি বিবেচনা করবে।

রফিকুল ইসলাম আরো বলেন, নির্বাচনের আগে সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাড়িয়েছে। যা খুবই দুঃখজনক। তফসিল ঘোষণার পর দোষারোপের রাজনীতি ভোটের মাঠ পর্যন্ত টেনে নেয়া হয়।

Exit mobile version