Site icon Jamuna Television

৮ নম্বর বিয়ের পর জীবনে শান্তি পাবেন আব্বাস?

মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে নিশ্চয়, অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় কী হতে চলেছে সিরিজ জুড়ে!

ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এমন রহস্য রয়ে গেছে ট্রেলারে। তবে এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। তারা হচ্ছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

মহানগর-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক- মোশারফ করিম এতদিন হইচই-র দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। ‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি এই অভিনেতা বলেন, আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।

/এটিএম

Exit mobile version