Site icon Jamuna Television

সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে: মোদি

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি-ও পাবে না। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি দেশটির অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে। খবর, হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভায় তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি ভারতবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থা কী হয়, তা গোটা বিশ্ব দেখেছে।

তিনি বলেন, গোটা বিশ্ব এখন দেখেছে, ভারত কিভাবে ২২ মিনিটে জবাব দিতে পারে। নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এসময় মোদি দাবি করেন, পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। সেই হামলার প্রায় ১৫ দিন পর ভারত সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায় ভারত। যদিও পেহেলগাম ইস্যুতে দিল্লির অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ।

/এমএইচআর

Exit mobile version