Site icon Jamuna Television

ব্রিটিশ পর্যটককে ধর্ষণের অভিযোগে এক ভারতীয় গ্রেফতার

ভারতের গোয়ায় বৃটিশ পর্যটককে ধর্ষণের অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রেলওয়ে স্টেশন থেকে হোটেলে ফেরার পথে ওই মহিলাকে শ্লীলতাহানী ও ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের পর ওই ব্যক্তি মহিলার তিনটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করে এবং গ্রেফতার করে। আটককৃত ব্যক্তি ভারতের তামিল নাড়ুর বাসিন্দা বলে জানা যায় পুলিশের তরফ থেকে।

ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়ায় গেল কয়েক বছরে বিদেশী পর্যটকদের সাথে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে।
এর আগে ২০১২ সালে ২৪ বছর বয়সী আইরিশ নারী ড্যানিয়েল ম্যাকলফলিনকে ধর্ষণ ও হত্যা করা করার অভিযোগে ভিকাত ভগত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এখনো বিচার চলছে।

২০০৮ সালে ১৫ বছর বয়সী বৃটিশ পর্যটক স্কারলেট কেলিংকে ধর্ষণের পর হত্যা করা হয় গোয়াতে, এই ঘটনায় অপরাধীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Exit mobile version