Site icon Jamuna Television

পদত্যাগ করার পরেই জনগণ ক্ষমার চিন্তা করবে: রাশেদ খাঁন

ফাইল ছবি

উপদেষ্টা মাহফুজ আলমকে ইঙ্গিত করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘ক্ষমা নয়, আগে পদত্যাগ করুন’।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ লেখেন, দেশের ঐক্যের বারোটা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন? গণ-অভ্যুত্থানের সব স্টেকহোল্ডারকে মাইনাস করে মাস্টারমাইন্ড ও উপদেষ্টা হওয়ার মধ্যেই যে সব সুখ নেই, তা নিশ্চয়ই তুমি এখন বুঝতে পারছ।

তিনি আরও লেখেন, নতুন বাংলাদেশের সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছ। তুমি নাকি বলেছিলে, কাউকে দেশ চালাতে দেবে না, কাউকে রাজনীতি করতেও দেবে না! তোমার অহংকার ও ঔদ্ধত্য শুধু তোমাকেই নয়, তোমার তৈরি ফাঁদে যারা পড়েছে, তাদেরও পতনের কারণ হবে।

রাশেদ বলেন, গণ-অভ্যুত্থানের পরে জনগণকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্য সৃষ্টি করে ভেবেছিলে একলাই হিরো হয়ে যাবা, আজীবন ক্ষমতা ভোগ করবা! কিন্তু এই দেশের মানুষ যেমন কাউকে মাথায় তুলে নিতে পারে, তেমনি প্রয়োজন হলে ধপাস করে নামাতেও জানে।

এর আগে বিকেল ৫টায় ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

‘সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’ 

/এটিএম

Exit mobile version