Site icon Jamuna Television

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডের গোলটি সবচেয়ে প্রিয় মেসির

ক্যারিয়ারে বহু গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে, এতো গোলের মধ্যে কোন গোলটি তার প্রিয়— এমন প্রশ্নের উত্তর খুঁজতে চায়ের দোকান থেকে শুরু করে, খেলার মাঠ কিংবা টিভির সামনে ভক্তদের মধ্যে চলে তুমুল তর্ক-ঝগড়া। অবশেষে, মেসি নিজেই বৃহস্পতিবার (২২মে) এক বিবৃতিতে বলে দিয়েছেন; কোন গোলটি তার সবচেয়ে প্রিয়।

মেসি বলেন, ‘আমার অনেক গোল ছিল যা সম্ভবত সুন্দর পরিস্থিতি অনুযায়ী বেশ গুরুত্বপূর্ণ। তবে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেড দিয়ে যে গোলটি করেছিলাম, সেটি সবসময় আমার প্রিয় ছিল।’

২৭ মে, ২০০৯! স্টুডিও অলিম্পিকো স্টেডিয়ামে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেসময় ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোল করেন বার্সা তারকা স্যামুয়েল ইতো। এরপর ম্যাচের ৭০ মিনিটে বার্সা মিডফিল্ডার জাবি’র পাসে হেড করে গোল করেন মেসি। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সেলোনা।

সূত্র: ইএসপিএন

/এআই

Exit mobile version