Site icon Jamuna Television

এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করার অধ্যাদেশে সরকার ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার ঘোষণা দিলেও তাতে সন্তুষ্ট নয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানকে অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনে নামা কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, অধ্যাদেশটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার কথা বলে।

এরপর রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, অধ্যাদেশ বাতিলসহ তাদের চার দাবির বিষয়ে ‘সুনির্দিষ্ট আশ্বাস’ মেলেনি। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি আগামী শনিবার (২৪ মে) থেকে চলমান থাকবে।

ইতোমধ্যে যে সব বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে, সেগুলোর জন্য সাধুবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। তবে মূল চারটি দাবির সুস্পষ্ট ঘোষণা দেয়ার আহবান জানান তারা। একইসঙ্গে, দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।

পরদিন থেকে কলম বিরতিসহ টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এ নিয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হলেও তাতে সমাধান আসেনি।

/এএম

Exit mobile version