Site icon Jamuna Television

খালেদা আদালত ত্যাগের পর আইনজীবীদের হাতাহাতি

বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় জামিন পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রাঙ্গণ ত্যাগ করার পরপরই বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় এক আইনজীবীর শার্ট ছিড়ে যায় ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে এ ঘটনা ঘটে।

আদালত প্রাঙ্গণে ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে ঢাকা বারের সভাপতি খোরশেদ আলী মিয়াকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আইনজীবীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। জানা যায়, বিএনপিপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জা আল মাহমুদ ঢাকা বারের সভাপতি খোরশেদ আলী মিয়াকে ধাক্কা দেন। পরে খোরশেদের সমর্থক আইনজীবীরা মির্জা মাহমুদের ওপর চড়াও হন। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের হাতাহাতির মধ্যে মির্জা মাহমুদের পরিধেয় পোশাক ছিড়ে যায়। তিনি অনেকটা দৌড়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version