Site icon Jamuna Television

পল্লবীতে সিএনজি ছিনতাই করে চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গতকাল বৃহস্পতিবার র‍্যাবের একটি দল রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। একইসাথে সিএনজিও উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৩ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব আলম।

তিনি জানান, ৬-৭ জনের একটি গ্রুপ সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে। এরপর গত ১৫ মে সন্ধ্যায় যাত্রী সেজে শ্যামলী থেকে সিএনজিতে ওঠে তারা। ৬০ ফিট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পল্লবী এলাকায় চালক আবদুল মজিদ বাচ্চুকে হত্যা করা হয়।

এরপর পল্লবীতেই মরদেহ ফেলে পালিয়ে যায় তারা। হত্যার পর সিএনজিটি নিয়ে ব্রাক্ষণবাড়িয়া গিয়ে ৪০ হাজার টাকায় বিক্রি করে।

র‍্যাব জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ ও ইয়াসিন। মাদকাসক্ত এ চক্রটি আগেও চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

এদিকে, সাভারে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে একটি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় মেহেদীকে।

/এমএইচ

Exit mobile version