Site icon Jamuna Television

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এটিকে গুজব বলে নিশ্চিত করেছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক বিজ্ঞপ্তি বলা হয়, সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।

এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

/এসআইএন

Exit mobile version