Site icon Jamuna Television

‘রাষ্ট্র নারীর ন্যায্য অধিকার পূরণ করতে না পারলে সেই দায়িত্ব নেবে হেফাজত’

হেফাজত ইসলাম নারী বিদ্বেষী নয়, বরং তাদের ন্যায্য অধিকার দিতে চায়। রাষ্ট্র যদি নারীর ন্যায্য অধিকার পূরণ করতে না পারে সেই দায়িত্ব হেফাজত নেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটি মহাসচিব সাজিদুর রহমান।

শুক্রবার (২৩ মে) জুমার পর নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্তর ও জুলাইসহ সকল গণহত্যার বিচার, হেফাজতের নেতা কর্মীদের সকল মিথা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী জুনের মধ্যে নেতাকর্মীদের মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। দেশের স্বার্থে সকল বিভেদ ভুলে রাজনৈতিক দলগুলোকে জুলাইয়ের চেতনাকে জাগ্রত করার আহবান জানান।

পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার আমুল পরিবর্তন ও সংস্কারের রোডম্যাপের দাবি তুলে হেফাজত ইসলাম। ফ্যাসিবাদের দোসররা ঐক্য বিনষ্টের চেষ্টা করছেন অভিযোগ করে সংগঠনটির নেতার বলেন, এক্ষেত্রে বিএনপি ও জামায়াতকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সংস্কার ও নির্বাচনের আগ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় হেফাজত।

/এমএন

Exit mobile version