Site icon Jamuna Television

দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো

দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫ এর আয়োজন। এক্সপোতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সল্যুশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম।

রাজধানীর আইসিসিবিতে তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মূলত নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই প্রথমবারের মতো এই আয়োজন। মেলায় রয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬টি স্টল। চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে। শনিবার (২৪ মে) সাংস্কৃতিক আয়োজনর মধ্য দিয়ে পর্দা নামবে তিনদিনের এই এক্সপোর।

দেশের ক্যাবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মেলায় আগতরা।

এ বিষয়ে কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন বলেন, ডিজিটালাইজেশন অনেক বড় একটি প্রক্রিয়া। এটি বাস্তবায়িত হলে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপির স্বচ্ছ একটা হিসেব পাওয়া সম্ভব।

মেলা পরিদর্শনে গিয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, সারাদেশ থেকে ক্যাবল অপারেটররা এসেছেন। তারা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের দেশের ক্যাবল ও টেলিভিশন সেক্টরের জন্য খুব ভালো একটি বিষয়। এই এক্সপো মিডিয়া ও এই খাতের প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত করবে।

এমন আয়োজনকে স্বাগত জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে সকল অপারেটদের মধ্যে পারস্পারিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন এই আয়োজনের মাধ্যমে তাদের অভিজ্ঞতার জায়গা প্রসারিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এএস

Exit mobile version