Site icon Jamuna Television

ইন্টার মিলানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন নাপোলি

ইন্টার মিলানকে পেছনে ফেলে ইতালিয়ান শিরোপা জিতলো নাপোলি। শুক্রবার শেষ রাউন্ডে ক্যাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ক্লাবটি। তবে আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান লড়বে পিএসজির বিপক্ষে।

সিরি আ’র এবারের মৌসুমের একদম শেষ ম্যাচে এসে দেখা মিললো ইতালিয়ান ফুটবলের নতুন রাজার। একই সময়ে কোমোকে ২-০ গোলে হারালেও মাত্র এক পয়েন্ট ব্যবধানে শিরোপা খোয়ায় মিলান। এদিন ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনি আর ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ২-০ তে জয় নিশ্চিত করে নাপোলি।

এতেই এক মৌসুম পর ফের শিরোপা উল্লাসে মাতলো দলটা। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন নাপোলি। সমান ম্যাচে রানার্সআপ হওয়া ইন্টার মিলানের পয়েন্ট ৮১।

/এসআইএন

Exit mobile version