Site icon Jamuna Television

আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা। সব ধরনের লেনদেন করতে পারছেন গ্রাহকরা। গত শনিবারও খোলা ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে, ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেন চলছে।

অন্যদিকে, এবার ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন। অর্থাৎ টানা ১০ দিন ছুটি থাকবে। ব্যাংকে সব ধরনের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই উপস্থিত ছিলেন।

/এসআইএন

Exit mobile version