Site icon Jamuna Television

জার্মানির হামবুর্গে ছুরিকাঘাতে আহত ১৮

জার্মানির হামবুর্গে ছুরিকাঘাতে আহত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। আরও ছয়জনের জখমও গুরুতর।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় হামবুর্গ রেলস্টেশনে হয় এ হামলা। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন একজনকে। কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ৩৯ বছর বয়সী ওই নারী। হামলার কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণের কোনো প্রমাণ পায়নি পুলিশ। হামলার সময় ওই নারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে ফরেনসিক বিভাগের তদন্ত।

এদিকে ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ।

/এসআইএন

Exit mobile version