Site icon Jamuna Television

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি: পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে কঠোর নিয়ম জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নতুন আদেশ অনুযায়ী, ভবনের নির্দিষ্ট কিছু এলাকায় আনুষ্ঠানিক অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই নতুন নিয়ম অনুযায়ী, পেন্টাগনের অভ্যন্তরে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে এখন থেকে সরকারি অনুমোদিত এসকর্ট সঙ্গে নিয়ে চলতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রয়োজনীয়। তবে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এটিকে সাংবাদিকতার স্বাধীনতাকে আরও সীমিত করার চেষ্টা হিসেবে দেখছেন।

সাংবাদিকরা এখন থেকে শুধুমাত্র ভবনের নির্দিষ্ট কিছু করিডরে ঘোরাফেরা করতে পারবেন, যা মূলত প্রবেশদ্বার ও খাবার কোর্টের আশপাশে সীমাবদ্ধ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট স্টাফের অফিস স্পেসগুলোতে প্রবেশ করতে হলে এখন থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অনুমতি থাকা বাধ্যতামূলক। সাংবাদিকদের পেন্টাগন অ্যাথলেটিক সেন্টারেপ্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

গত কয়েক বছরে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার সাংবাদিকদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ সীমিত করা এবং কিছু প্রধান সংবাদমাধ্যমের ক্রেডেনশিয়াল বাতিল করার মতো ঘটনা রয়েছে।

সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং সরকারের স্বচ্ছতা কমিয়ে দেয়। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে, নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/এআই

Exit mobile version