Site icon Jamuna Television

অ্যাওয়ার্ড পেলেন যমুনা টিভির আব্দুল্লাহ তুহিন ও সাজ্জাদ পারভেজ

পাবনায় সরকারি বরাদ্দের টাকা লুটপাট নিয়ে বিশেষ রিপোর্ট আর যুদ্ধ শিশু নিয়ে যমুনা টিভির বিশেষ আয়োজন স্বীকৃতি পেলো। ক্রাইম রিপোর্টারদের সংগঠন- ক্র্যাবের বর্ষসেরা রিপোর্টের পুরস্কার পেয়েছে প্রতিবেদন দুটি।

গত অক্টোবরে পাবনায় গ্রামীন উন্নয়ন সংস্কার প্রকল্পের সরকারি টাকা আত্মসাৎ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন যমুনা টিভির বিশেষ প্রতিবেদন আব্দুল্লাহ তুহিন। ভূমিমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আটঘরিয়া ও ঈশ্বরদী এলাকায় কবরস্থান, মন্দির ও শ্মশানের জন্য বরাদ্দের পুরো টাকা আত্মসাতের তথ্য তুলে ধরা হয়।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের বর্বর নির্যাতনে জন্ম নেয়, কয়েক হাজার অনাকাঙ্খিত শিশু। সেই সব শিশুকে নিয়ে বিশেষ প্রতিবেদন ইনভেস্টিগেশন থ্রি সিক্সট্রি ডিগ্রি- অনুষ্ঠানে তুলে ধরেছিলেন যমুনা টেলিভেশনের সাজ্জাদ পারভেজ।

Exit mobile version