Site icon Jamuna Television

সড়ক নির্মাণ-ব্যবস্থাপনাসহ সবকিছু এক ছাতার নিচে আনা দরকার: শেখ মইনউদ্দিন

সড়ক নির্মাণ ও ব্যবস্থাপনাসহ সবকিছু এক ছাতার নিচে আনা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। সেখানে রোড সেফটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও থাকা উচিত বলে মনে করেন তিনি।

শনিবার (২৪ মে) সকালে বনানীর বিআরটিএ কার্যালয়ে রোড সেফটি নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই বিশেষ সহকারী আরও জানান, রোড সেফটি ইস্যুটাকে ফোকাসের মধ্যে আনার চেষ্টা চলছে। এজন্য ডেডিকেটেড একটি ইউনিট করে দেয়া হবে। যারা সেফটিটা নিশ্চিত করবে বলেও জানান তিনি।

নিরাপদ সড়ক তৈরি করতে তার সরকার একটি ভালো দৃষ্টান্ত তৈরি করতে চায়। এজন্য গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা লাগবে। সকল স্টেকহোল্ডার একসাথে কাজ করলে সড়কে প্রাণহানির ঘটনা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ

Exit mobile version