যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত

|

যশোর করেসপনডেন্ট:

যশোর সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলায় এলাকায় পৌঁছলে ওপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলুল গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

এদিকে, দুপুরে যশোর-নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াল হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিয়াল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় যাত্রীসহ ৯ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply